জাতীয় দলের জার্সিতে সার্বিয়ার বিপক্ষে ইউরোর বাছাইপর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তখনই সংশয় দানা বেঁধেছিল, ১০ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে কি মাঠে নামতে পারবেন জুভেন্টাস তারকা! পর্তুগিজ সুপারস্টার অবশ্য তখন চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলেন।
কিন্তু জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি কোনো ঝুঁকি নিতে চাইছেন না। আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোনালদোকে পাওয়ার ব্যাপারে সংশয় রয়েছে তার। শনিবার সিরি এ’তে এম্পোলির বিপক্ষেও ছিলেন না মাঠে।
আগামী ১০ এপ্রিল ইউরোপ সেরার আসরে আয়াক্সের মুখোমুখি হবে অ্যালেগ্রির দল। সিআর সেভেনের চোট নিয়ে খুব সতর্কভাবে এগোতে চান জুভেন্টাস কোচ। তিনি বলেন, ‘সোমবার রোনালদোর পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপরই আমরা তার অবস্থা জানতে পারব। প্রথম লেগে তার খেলা নিয়ে সংশয় আছে। আর ক্রিশ্চিয়ানো খুব ভালো করেই জানে যে সে যদি ফিট না হয়, সে খেলবে না। একটা ম্যাচের জন্য আমরা পুরো মৌসুমের জন্য কোনো ঝুঁকি নিতে পারব না।’