
লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার পেয়েছেন তারা
লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ এবছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জন বি গুডএনাফ, বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের এম স্ট্যানলি এবং মেইজো বিশ্ববিদ্যালয়ে আকিরা ইয়োশিনো।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। ৯৭ বছর বয়সী গুডএনাফ এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী। সম্মানী হিসেব তারা পাচ্ছেন ১১ লাখ মার্কিন ডলার।
প্রসঙ্গত, ১৮৯৫ সালের নভেম্বর মাসে ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কারের প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল।
আগামী ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর শান্তিতে ও ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।