জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন । নিহত ফারিরা আক্তার মীমের বয়স ১ বছর ও অপর ব্যক্তি ২২ বছরের রিয়াদ আহমেদ। শুক্রবার রাতে মাদারগঞ্জ-জামালপুর মহাসড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানা ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।